১৯৯২ সালের ১৬ই সেপ্টেম্বর বগুড়া শহরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের অন্যতম তরুণ গায়ক মেজবাহ বাপ্পী। ছোটবেলায় মায়ের হাত ধরেই গানের জগতে হাতেখড়ি হয় তার। ১৫-১৬ বছর বয়সে মায়ের কাছে গিটার কেনার বায়না ধরেছিলেন। সেই গিটার দিয়েই বন্ধুদের নিয়ে বগুড়া শহরে শুরু করেন তার সঙ্গীতচর্চা। বিভিন্ন ব্যন্ডের দলের সাথেও সম্পৃক্ত থেকেছিলেন সেই সময়। আজ দেশের অন্যতম প্রতিভাবন শিল্পীর তালিকায় নাম লিখিয়েছেন তিনি।
© 2026 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।