আসছে খুব শীঘ্রই "আজ গানের দিন" সিজন-৪
বর্তমানে বাংলা সঙ্গীত জগতের এক অনন্য নাম সমরজিৎ রায়। কক্সবাজারে জন্ম নেয়া শিল্পী সমরজিতের বাবা নেপাল চন্দ্র রায় একজন স্বনামধন্য গুণী শিক্ষক এবং মা রত্না রায় গৃহিণী। তাঁর বড় দুই ভাই বিশ্বজিৎ রায় ও সত্যজিৎ রায় এবং ছোট বোন শর্মিলা ।
© 2026 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।